- আন্তর্জাতিক
- মহারাষ্ট্রে ফেব্রুয়ারির পর সর্বোচ্চ করোনা শনাক্ত
মহারাষ্ট্রে ফেব্রুয়ারির পর সর্বোচ্চ করোনা শনাক্ত

ছবি: এনডিটিভি
ভারতের মহারাষ্ট্রে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৮৮১ জনের দেহে। যা আগের দিনের তুলনায় ৮১ শতাংশ বেশি এবং গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। এর মধ্যে একজনের দেহে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ৫ ধরনও রয়েছে।
মঙ্গলবার মহারাষ্ট্র স্বাস্থ্য বিভাগ থেকে এই তথ্য জানানো হয়। এ ছাড়া মুম্বাইয়ে নতুন করে ১২৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা সোমবারের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে এদিন করোনায় কারও মৃত্যু হয়নি। খবর এনডিটিভির।
সোমবার মহারাষ্ট্রে ১০৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। আর মুম্বাইয়ে শনাক্ত হয়েছিল ৬৭৬ জনের দেহে। এটাও উল্লেখ্য যে, রোববার সাপ্তাহিক ছুটি থাকায় কম পরীক্ষায় হওয়ায় সোমবার দেওয়া করোনার হালনাগাদ তথ্যে শনাক্তের সংখ্যাও কম পাওয়া যায়।
মঙ্গলবারের নতুন শনাক্ত হওয়া নিয়ে মহারাষ্ট্রে মোট শনাক্ত দাঁড়াল ৭৮ লাখ ৯৬ হাজার ১১৪। আর মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত এক লাখ ৪৭ হাজার ৮৬৬ আছে। মহারাষ্ট্রে আজকের শনাক্ত সংখ্যা গত ১৮ ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ। ওই দিন শনাক্তের সংখ্যা ছিল ২০৮৬জন।
প্রসঙ্গত, গত ২৮ মে মহারাষ্ট্রে প্রথমবারের মতো ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএ৪ চার জনের শরীরে এবং বিএ৫ তিন জনের শরীরে শনাক্ত হয়।
মন্তব্য করুন