ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য কেএল রাহুলকে অধিনায়ক করে দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন রাহুল। তার জায়গায় নেতৃত্বভার দেওয়া হয়েছে ঋষভ পান্তকে। 

এছাড়া বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব সিরিজ থেকে ছিটকে গেছেন। টি-২০ সিরিজে পান্ত সহ-অধিনায়ক ছিলেন। তিনি নেতৃত্বভার নেওয়ায় আইপিএলে গুজরাটকে শিরোপা এনে দেওয়া পার্ডিক পান্ডিয়াকে ডেপুটি করা হয়েছে।

রাহুল কুঁচকির ডানপাশে ব্যথা অনুভব করছেন। সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় ব্যথা অনুভব করেন তিনি। পরে মেডিকেল টিম তার অবস্থা পর্যবেক্ষণ করে সিরিজে খেলতে পারবে না বলে জানিয়েছে। ইনজুরি মুক্ত হয়ে তার ইংল্যান্ড সফরে যাওয়াও অনিশ্চিত। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-২০ খেলতে নামবে ভারত। ১২ ও ১৪ জুন মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জুন। একদিন পরে শেষ ম্যাচ খেলতে নামবে দু’দল। পাঁচ ভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।