রাশিয়ার সেনাবাহিনীকে সীমান্ত পর্যন্ত হটিয়ে দিতে রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনের খেরসন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনীয় বাহিনী দখলকৃত দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালিয়েছে।

ইউক্রেনের সেনারা মস্কোর দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারের জন্য লড়াই করছে উল্লেখ করে কিয়েভ এক বিবৃতিতে বলেছে, খেরসন অঞ্চলের পাঁচটি ভিন্ন লক্ষ্যে রুশ বাহিনীর সরঞ্জাম, ব্যারাক ও অস্ত্রের ডিপোতে বিমান হামলা চালানো হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর প্রথম যে কয়েকটি অঞ্চল রাশিয়া দখল করে নিয়েছিল, খেরসন এর মধ্যে অন্যতম।

এদিকে গতকাল শনিবার প্রথমবারের মতো খেরসনের স্থানীয় বাসিন্দাদের রাশিয়ান পাসপোর্ট হস্তান্তর করেছে মস্কো অধিকৃত শহর খেরসন কর্তৃপক্ষ। রাশিয়ার তাস এজেন্সি জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন স্বাক্ষরিত একটি ডিক্রির মাধ্যমে ২৩ খেরসন বাসিন্দার হাতে রাশিয়ান পাসপোর্ট তুলে দেওয়া হয়েছে। শহরটির অন্য বাসিন্দাদের বরাত দিয়ে তাস জানিয়েছে, খেরসনের বাসিন্দারা যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়ান নাগরিকত্ব পেতে চায়। খেরসন কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়া দিবসকে মাথায় রেখে পাসপোর্ট বিতরণের সময় বেছে নেওয়া হয়েছে। ক্রেমলিনের জারি করা ডিক্রি অনুযায়ী খেরসন কর্তৃপক্ষকে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি নিকটবর্তী জাপোরিঝিয়া অঞ্চলের বাসিন্দাদেরও রাশিয়ান পাসপোর্ট প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে পুতিনের ডিক্রির নিন্দা জানিয়েছে ইউক্রেন।

বিশ্বব্যাপী খাদ্য সংকট প্রকট হচ্ছে মন্তব্য করে কৃষ্ণসাগরে অবস্থিত ইউক্রেনীয় বন্দরগুলোর ওপর থেকে রাশিয়ান নৌ অবরোধ তুলে নিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রুশ অবরোধ তাঁর দেশের শস্য রপ্তানি বন্ধ করে দিয়েছে। রুশ আক্রমণের আগে ইউক্রেন ছিল বিশ্বে সূর্যমুখী তেলের শীর্ষ উৎপাদক এবং একটি প্রধান গম রপ্তানিকারক দেশ। কিন্তু অবরোধের কারণে লাখ লাখ টন শস্য রপ্তানি আটকে আছে। সিঙ্গাপুরে শাংগ্রি-লা ডায়ালগ নিরাপত্তা শীর্ষ সম্মেলনে দেওয়া একটি ভাষণে জেলেনস্কি বলেছেন, 'এশিয়া এবং আফ্রিকার অনেক দেশে এখন তীব্র এবং গুরুতর খাদ্য সংকট। এভাবে চলতে থাকলে বিশ্ব দুর্ভিক্ষের মুখোমুখি হবে। এই সংকট অনেক দেশকে রাজনৈতিক বিশৃঙ্খলার দিকে পরিচালিত করবে। ফলে অনেক সরকারের পতন এবং অনেক রাজনীতিবিদ ক্ষমতাচ্যুত হতে পারেন। তিনি পেন্টাগনপ্রধান লয়েড অস্টিন এবং চীনের প্রতিরক্ষামন্ত্রীসহ প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, 'বিশ্ববাজার এবং নির্দিষ্ট কিছু দেশে মৌলিক পণ্যের আকাশছোঁয়া দামের দিকে তাকালেই এই ভয়ংকর হুমকিটি স্পষ্ট হয়ে উঠবে। এটি স্পষ্টতই মস্কোর কর্মকাণ্ডের সরাসরি পরিণতি।'

ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দর ওডেসায় নিরাপদে প্রবেশের কাজে সহায়তা করতে প্রস্তাব দিয়েছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর একজন উপদেষ্টা এ খবর জানিয়েছেন। উল্লেখ্য, বন্দরে রুশ নৌবাহিনীর প্রবেশ ঠেকাতে সমুদ্রে মাইন পেতে রেখেছে ইউক্রেন। জবাবে বন্দরটি অবরুদ্ধ করে রেখেছে রাশিয়া। উন্নয়নশীল দেশগুলোতে রপ্তানির অপেক্ষায় লাখ লাখ টন খাদ্যশস্য এই বন্দরে পড়ে আছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে ভয়াবহ লড়াই অব্যাহত রয়েছে। স্থানীয় গভর্নর সেরহি হাইদাই শহরের একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া সেন্টার রুশ বাহিনী ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, সেভেরোদোনেটস্কের প্রতীকগুলো এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই আইস প্যালেস পুড়ে গেল।
জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে ইইউপ্রধান উরসুলা ফন ডার লিয়েন শনিবার ইউক্রেন সফর করেছেন। সফরে ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদানের জন্য প্রার্থিতার মর্যাদা পাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। ফন ডার লিয়েন কিয়েভে পৌঁছেই একটি টুইটে বলেন, 'আমি প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেশটির পুনর্গঠন এবং ইউরোপীয় ইউনিয়নের পথে ইউক্রেনের অগ্রগতির বিষয়ে যৌথভাবে প্রয়োজনীয় কাজ করব।'

যুদ্ধের কারণে ইউক্রেনের অর্থনীতি চলতি বছরের প্রথম তিন মাসে ১৫ দশমিক ১ শতাংশ সংকুচিত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা। রুশ আগ্রাসনের ফলে ইউক্রেনের অর্থনীতির বড় অংশই নষ্ট হয়ে গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল ভবিষ্যদ্বাণী করেছে, ইউক্রেনের মোট দেশজ উৎপাদন ২০২২ সালে ৩৫ শতাংশ সংকুচিত হবে। সূত্র : এএফপি, রয়টার্স, আরটি, বিবিসি ও আলজাজিরা।