- আন্তর্জাতিক
- ইউক্রেনের দখলকৃত শহরগুলোতে নাগরিকদের রুশ পাসপোর্ট দেওয়া হচ্ছে
ইউক্রেনের দখলকৃত শহরগুলোতে নাগরিকদের রুশ পাসপোর্ট দেওয়া হচ্ছে

ইউক্রেনের দখলকৃত দুটি শহরে স্থানীয় বাসিন্দাদের রুশ পাসপোর্ট দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ।
তবে দখলে নেয়া শহর দক্ষিণ ইউক্রেনের খেরসন এবং মেলিতোপোলে রাশিয়ান নাগরিক তৈরির চেষ্টাকে 'রাশিফিকেশন' হিসেবে উল্লেখ করে তার কঠোর নিন্দা জানিয়েছে ইউক্রেন।
রোববার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাসপোর্ট হস্তান্তরের কার্যক্রম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব দ্রুততার সাথে করছেন।
রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ২৩ জন খেরসনের অধিবাসীকে প্রথম রাশিয়ান পাসপোর্ট দেয়া হয়।
সংবাদ সংস্থাটি আরও বলছে, রাশিয়ান পাসপোর্ট পাওয়ার জন্য হাজার হাজার ইউক্রেনিয়ান নাগরিক আবেদন করেছে।
তবে নিরপেক্ষ কোন সূত্র থেকে তাদের এই দাবি যাচাই করা সম্ভব হয়নি।
ইউক্রেনে রাশিয়া নিযুক্ত সামরিক গভর্নর ভলোদোমির সালদো বলেছেন, 'খেরসনে আমাদের সকল কমরেড যত দ্রুত সম্ভব (রাশিয়ান) পাসপোর্ট এবং নাগরিকত্ব পেতে চান।'
অন্যদিকে খেরসনে ইউক্রেনের মুদ্রা হারিভনিয়ার বদলে রাশিয়ান রুবল ব্যাবহারের আদেশ অমান্য করছে ইউক্রেনিয়ান নাগরিকেরা।
ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রসহ মেলিতোপোলের বেশিরভাগ অঞ্চল এখন রাশিয়ান সেনাদের দখলে।
মন্তব্য করুন