- আন্তর্জাতিক
- ইউক্রেনে ব্রিটিশ সেনা নিহত
ইউক্রেনে ব্রিটিশ সেনা নিহত

ছবি: ডিন গ্যাটলি/ফেসবুক
ইউক্রেনে লড়াইয়ে ব্রিটেনের সাবেক এক সেনা নিহত হয়েছেন।
তার পরিবারের বরাতে এ তথ্য জানায় বিবিসি।
জর্দান গ্যাটলি— যিনি গত মার্চে ব্রিটিশ সেনাবাহিনী ছেড়েছেন; ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর সেভেরোদোনেৎস্কে তিনি নিহত হন। যে শহরে সাম্প্রতিক সময়ে তীব্র লড়াই চলছে ইউক্রেন ও রাশিয়ার সেনাদের মধ্যে।
খবরে বলা হয়, রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষার চেষ্টা করতে গিয়ে নিহত হওয়া দ্বিতীয় ব্রিটিশ ব্যক্তি তিনি। এর আগে এপ্রিলে নিহত হয়েছিলেন স্কট সিবলি।
ব্রিটেনের নিহত সেনার পরিবার বলছে, জর্দান একজন নায়ক এবং সবসময় আমাদের হৃদয়ে থাকবে।
ফেসবুক পোস্টে তার বাবা ডিন গ্যাটলি লেখেন, জর্দান রাশিয়ার আগ্রাসন রুখতে ইউক্রেনে যে প্রতিরোধ চলছে তার অংশ হতে এবং স্থানীয় বাহিনীগুলোকে প্রশিক্ষণে সহায়তা করতে গিয়েছিলেন। সে সেভেরোদোনেৎস্ক শহরকে রক্ষায় ফ্রন্টলাইনে থেকে নিহত হয়।
সেভেরোদোনেৎস্ক দখলে বেশ কয়েক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সেখানে পথে পথে চলছে লড়াই। ফলে দুই পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর প্রথমদিকে রুশ সেনারা কিয়েভের কাছাকাছি চলে গেলেও পরে সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়। জানানো হয়, পরিবর্তন এসেছে তাদের যুদ্ধের পরিকল্পনায়; এখন দক্ষিণ ও পূর্ব ইউক্রেন দখলই মস্কোর অন্যতম লক্ষ্য।
এর পরই এ অঞ্চলে ব্যাপক হামলা চালাতে থাকে রুশ সেনারা। এর মধ্যে বড় ধরনের সাফল্য ধরা দেয় তাদের হাতে। দীর্ঘদিনের চেষ্টার পর বন্দরনগরী মারিওপোল নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় রাশিয়া। এখন দেশটি দোনবাসের লুহানস্কের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। তবে সেভেরোদোনেৎস্ক শহরে অব্যাহত রয়েছে তীব্র লড়াই।
মন্তব্য করুন