- আন্তর্জাতিক
- পর্তুগালে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৯
পর্তুগালে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৯

ইউরোপে প্রতিদিনই বাড়ছে মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এরই ধারাবাহিকতায় সাগরকন্যার দেশ পর্তুগালে এখন পর্যন্ত ২০৯ জনের শরীরে মাঙ্কিপক্স শনাক্তের খবর পাওয়া গেছে। এর ফলে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও আতঙ্কে রয়েছেন।
ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ। ইউরোপের দেশ পর্তুগালেও প্রতিদিন নতুন নতুন রোগী আক্রান্ত হচ্ছেন। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, পর্তুগালে এখন পর্যন্ত ২০৯ জনের শরীরে মাঙ্কিপক্স ভাইরাস পাওয়া গেছে।স্বাস্থ্য বিভাগ আরো জানায়, আক্রান্তদের সবার বয়স ১৭ থেকে ৬১ বছরের মধ্যে। তবে ৪০ বছরের কম বয়সীরা এই ভাইরাসে অপেক্ষাকৃত বেশি আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত সবাইকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পর্তুগালে মাঙ্কিপক্সের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রবাসী বাংলাদেশিদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। যদিও কোনো প্রবাসী বাংলাদেশি এখন পর্যন্ত মাঙ্কিপক্সে আক্রান্ত হয়নি। কিন্তু করোনার মত পরিস্থিতি তৈরি হলে বিপদে পড়বেন পর্তুগালের অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।
প্রবাসীরা জানান, পর্তুগালে প্রতিদিনই মাঙ্কিপক্স সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনার সময় আমরা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন জনজীবন স্বাভাবিক হওয়ায় ব্যবসার অবস্থাও স্বাভাবিক হতে শুরু করেছে। কিন্তু ম্যাঙ্কিপক্স করোনার মত অবস্থা তৈরি করলে আমাদের আর কোনো উপায় থাকবে না।
তবে স্বস্তির খবর, ইতোমধ্যেই পর্তুগালে ম্যাঙ্কিপক্সের সংক্রমণ রোধে চলছে জোরালো গবেষণা। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন