ইউরোপীয়ান ইউনিয়ন পার্লামেন্টের ক্রোয়েশিয়ান সদস্য মিসলাভ কোলাকুসিক ইইউর পররাষ্ট্র এবং প্রতিরক্ষা নীতির সমালোচনা করে বলেছেন, এই ব্লকটি ওয়াশিংটনের অধীনস্থ হয়ে উঠছে। কোয়েশিয়ান এই আইনপ্রণেতা রাশিয়ার বিরুদ্ধে দেওয়া পশ্চিমাদের নিষেধাজ্ঞা এবং কোভিড-১৯ বিধিনিষেধের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। 

গত সপ্তাহে ইইউ পার্লামেন্টে সহ-আইনপ্রণেতাদের উদ্দেশে কোলাকুসিক বলেন, আজকে ইইউর পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং নিরাপত্তা নীতিকে এক বাক্যে বর্ণনা করা যায়। আর তা হলে, ইউরোপীয়ান ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠেছে। তবে তাদের ভোটের অধিকার নেই। সোমবার রাশিয়ান সংবাদমাধ্যম আরটি এই সংবাদ প্রকাশ করেছে। 

ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার প্রতি ইইউর নীতির সমালোচনা করে আসছেন কোলাকুসিক। ইইউর ওই নীতিতে রাশিয়ার ওপর কয়েক ধাপে নিষেধাজ্ঞার কারণে দেশটি থেকে ইউরোপ জ্বালানি তেল আমদানি বাদ দিয়েছে এবং সামরিক ব্যয় বৃদ্ধি করেছে। আরটির প্রতিবেদনে বলা হয়, মূলত ক্রেমলিনের প্রতি ওয়াশিংটনের বিরোধিতার ব্যয় বহন করছে ইইউ।

এর আগে গত মাসে কোলাকুসিক দাবি করেন, এটা চরম মিথ্যা এবং হিপোক্রেসি যে রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞা এবং রাশিয়ান তেল ও গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা প্রকৃতই রাশিযার বিরুদ্ধে দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা মূলত ইউরোপীয়ান ইউনিয়নের ৫০০ মিলিয়ন নাগরিক এবং ইউরোপের বাকি নাগরিকদের ওপর দেওয়া হয়েছে।