- আন্তর্জাতিক
- মিল্ক্কিওয়ের নতুন রহস্য উন্মোচন করল গাইয়া
মিল্ক্কিওয়ের নতুন রহস্য উন্মোচন করল গাইয়া

মিল্ক্কিওয়ের প্রায় দুই মিলিয়ন তারা জরিপ করে গতকাল সোমবার সেটির বিস্তারিত প্রকাশ করেছে গাইয়া মহাকাশযান। ইউরোপীয় স্পেস এজেন্সি (ইএসএ) জানিয়েছে, তারকারাজির এমন বিস্তারিত তথ্য আগে কখনোই উন্মোচিত হয়নি।
গাইয়ার অনুসন্ধানে তারকারাজির রহস্যময় 'কম্পন'-এর একটি বিস্তারিত চিত্র ফুটে উঠেছে, বিজ্ঞানীরা যেটিকে 'তারকাকম্প' বলে অভিহিত করেছেন। সুনামির মতো এই কম্পনের কারণে মহাকাশে তারকারা দূর-দূরান্তে ছড়িয়ে পড়ে। গাইয়ার এই অভিযানের তথ্যের জন্য বিশ্বের সব জ্যোতির্বিজ্ঞানী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। খবর এএফপির।
ইএসএ মহাপরিচালক জোসেফ অ্যাশবাচার সংবাদ সম্মেলনে বলেন, আজকের দিনটি জ্যোতির্বিজ্ঞানের জন্য একটি স্মরণীয় দিন। এসব তথ্য মহাবিশ্বের নতুন নতুন অনুসন্ধানের পথ খুলে দেবে।
মন্তব্য করুন