বাবার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব বাবা দিবস। এই একটি দিন পৃথিবীর তাবাৎ বাবাদের বিশেষভাবে শ্রদ্ধা জানিয়ে থাকেন তাদের সন্তানরা। যদিও বাবাকে নিয়ে সন্তানদের আবেগ সব সময় পুরোপুরি প্রকাশ করা সম্ভব হয় না। তারপরও শোবিজের তারকারা তাদের বাবাদের নিয়ে সাধ্যমতো প্রকাশ করছেন ভালোবাসা ও শ্রদ্ধা। 

বাপ্পী চৌধুরী

বাবাকে নিজের জীবনের আইডল ভাবেন ঢাকাই ছবির এই নায়ক। তার ভাষ্য, পৃথিবীর সব সন্তানের কাছেই তার বাবা বেস্ট বাবা। আমার বাবাও আমার কাছে সেরা বাবা। আমার আইডল তিনি। প্রতিটি কাজে বাবার প্রেরণা পেয়ে এসেছি। তার জন্যই তো আজকে আমি বাপ্পি চৌধুরী। বাবা সমসময় বলেন, ‘আমি দেখতে চাই তুই তোর জায়গায় বেস্ট হবি। এটাই ভালোভাবে করতে হবে। ' বাবার সে কথাই সকল কাজে সামনে থাকে। এটাই আমার সব সাফল্যের মন্ত্র।'

বাবা দিবসে বাবাকে নিয়ে নিজের ফেসবুক অ্যাকউন্টে কিছু আবেগ শেয়ার করেছন এই নায়ক। সেখানে লিখেছেন, বাবা মানে তপ্ত রোদে শীতলতম ছায়া, কঠোর শাসনের আড়ালে স্নিগ্ধ কোমল মায়া। বাবা মানে সীমাহীন এক আস্থার সাগর। ঝড়ঝঞ্ঝাটে নির্ভরতা, শক্ত খুঁটির ঘর।বাবা, দুই অক্ষরের শব্দটি যিনি ধারণ করেন, তার কোনো নির্দিষ্ট দেশ বা গণ্ডি নেই। পৃথিবীর প্রত্যেক সন্তানের কাছেই বাবা তাঁর আদর্শ। বাবা হলেন মহানায়ক। সন্তানের প্রতি বাবার স্নেহ-আদর যেমন পরিমাপ করা যায় না, তেমনি মাপা যায় না সন্তানকে ঘিরে বাবার স্বপ্ন-সাধের সীমানাও।  বাবা তুমি জানো, ছোটবেলা থেকেই আমি বাবা বলতেই পাগল। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো অন্য রকম।'

সাইমন সাদিক

বাবা বটবৃক্ষের মতো এটা মানতে নারাজ চিত্রনায়ক সাইমন। তার প্রশ্ন, বাবা কিভাবে শুধু বটবৃক্ষ হয়? এমন একটি বিলুপ্তপ্রায় বৃক্ষের সাথে কি,বাবা নামক আসমানের তুলনা করা যায়? 

বাবা দিবসে ফেসবুকে সাইমন লিখেন, আসমান তো দুনিয়ার যেখানেই যাওয়া যায়,সেখানে দেখা যায়।তিনি তো জন্মদাতা,তিনি তো আসমানের চেয়েও বিশাল।তিনি তো রোদ,তিনি আলো,তিনি ছায়া,তিনি ভরসা। তিনি সবকিছুই দিয়ে থাকেন।সারা দুনিয়া জুড়ে যার বিস্তার,তাকে বটবৃক্ষের সাথে তুলনা আমি মানি না। এই আসমানে মান-অভিমানের খেলা হয়,মেঘ হয়,মহান আল্লাহর রহমতের বৃষ্টি হয়।যাকে ঘিরে ছুটে বেড়ানো যায় সারা দুনিয়া।তাকে মাটির উপর ঠায় দাঁড়িয়ে থাকা বৃক্ষের সাথে তুলনা করে,আসমানকে আমি ছোট করতে চাই না।ভালো থাকুক আসমান,ভালো থাকুক দুনিয়া,ভালো থাকুক বাবারা

প্রার্থনা ফারদিন দীঘি

মা-বাবা বলতে এখন বাবাই সব চিত্রনায়িকা দীঘির কাছে। ছোটবেলায় মাকে হারানোয় বাবাকেই মায়ের ভূমিকায় পেয়েছেন তিনি। কেবল দীঘির জন্যই জীবনকে উৎসর্গ করেছেন। তাই বাবার প্রতি দীঘির বাড়তি আবেগ রয়েছে, রয়েছে অসীম শ্রদ্ধা।  দিঘী বলেন, অন্য বাবারাও তাদের সন্তানের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। তবে আমার বাবা আমার জন্য একটু বেশিই ত্যাগ স্বীকার করেন। মা যখন অসুস্থ, হাসপাতালের বিছানায় মাকে সামলেছে, আবার আমাকেও সামলেছছে। 

দীঘি বলেন, দিঘী বলেন,  প্রতিবছর বাবা দিবসে ভাবি তোমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলব, ‘বাবা, তুমিই আমার সব। কিন্তু সেটা আর হয়ে ওঠে না। ’ ছোটবেলাতেই মাকে হারিয়েছি। একটা দিনের জন্যও তুমি আমাকে মায়ের অভাব মনে করতে দাওনি। তুমিই আমার জীবনের সেরা বন্ধু। 

 শবনম ফায়িয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ফারিয়াকে ফলো করেন তারা বুঝতে পারবেন বাবার প্রতি শবনম ফারিয়ার ভালোবাসা। মাঝেই মাঝেই বাবাকে নিয়ে স্ট্যাটাস দেন তিনি। নানা সময়ে নানাভাবে বাবাকে স্মরণ করেন। অনুভব করেন বাবার শূণ্যতা। ফারিয়া মাঝেই মাঝেই বলেন,  পৃথিবীতে তিনি বাবার চেয়ে বেশি আর কাউকে ভালোবাসেন না। ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ফারিয়ার বাবা চিকিৎসক মীর আব্দুল্লাহ । 

বাবাকে নিয়ে ফারিয়া বলেন, বাবাকে সবসময় মিস করি আমি। বাবা নেই এই অভাব আমার চেয়ে ভালো কে বুঝবে?  বাবা  যত দিন ছিল, তত দিন জানতেই পারিনি পৃথিবীটা যে এত কঠিন। এখন কঠিন সময়ে  বাবাকে ছাড়া চলতে আরও কঠিন মনে হয়। সবসময় মনে হয় বাবা থাকলে বিষয়টি আজ অন্য রকম হতো।