বন্দুক নিয়ন্ত্রণ আইন প্রণয়নে প্রথম পদক্ষেপ নিয়েছে মার্কিন সিনেট। নতুন এই আইনকে কয়েক প্রজন্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন বলে বিবেচনা করা হচ্ছে। দ্বিদলীয় একটি গ্রুপের আনা খসড়া আইনটিতে অনুমোদন দিয়েছেন সিনেটররা। ফলে আগামী সপ্তাহে এটি আইনে পরিণত হওয়ার পথ সুগম হয়েছে। খবর রয়টার্সের।

আইনটি গুরুত্বপূর্ণ হলেও অনেক ডেমোক্র্যাট ও অ্যাক্টিভিস্ট মনে করছেন, ব্যাপক গুলিবর্ষণের ঘটনার প্রেক্ষাপটে যা আহ্বান জানিয়েছে, তার তুলনায় আইনের প্রস্তাবগুলো অনেক কম। নতুন প্রস্তাবিত আইনে ২১ বছরের কম বয়সের বন্দুক ক্রেতাদের অতীত ইতিহাস কঠোরভাবে খতিয়ে দেখা হবে।

৮০ পাতার বিলটিতে যেসব বিধানের প্রস্তাব করা হয়েছে, তাতে যাদের নিজেদের ও অন্যদের জন্য বিপজ্জনক বলে মনে করা হয়, তাদের হাতে বন্দুক যাওয়া বন্ধ করতে পারবে অঙ্গরাজ্যগুলো। এর পাশাপাশি অবিবাহিত অংশীদারদের সঙ্গে সহিংস আচরণের জন্য অভিযুক্তদের কাছেও বন্দুক বিক্রি বন্ধ করা যাবে।

আইনপ্রণেতারা জানিয়েছেন, মঙ্গলবার রাতেই সিনেট এ বিষয়ে তাদের প্রথম পদ্ধতিগত ভোট গ্রহণ করতে পারে।