- আন্তর্জাতিক
- মিথ্যা অভিযোগ প্রতিষ্ঠায় সাহায্য চেয়েছিলেন ট্রাম্প
ক্যাপিটল হিলে হামলা
মিথ্যা অভিযোগ প্রতিষ্ঠায় সাহায্য চেয়েছিলেন ট্রাম্প

ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার ফল পাল্টে দিতে চেয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে কারচুপি হওয়ার মিথ্যা দাবিকে প্রতিষ্ঠিত করতে বিচার বিভাগের সহযোগিতা পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার ক্যাপিটল হিলে হামলা-সংক্রান্ত শুনানিতে তদন্ত দলের পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে।
নির্বাচনে বাইডেন জয়ী হলে জালিয়াতির অভিযোগ তুলে ট্রাম্প তাঁর পরাজয় মানতে অস্বীকৃতি জানান। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। এ প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উস্কানিতে তাঁর উগ্র সমর্থকরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল হিল) সহিংস হামলা চালান। এ ঘটনা তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি কমিটি গঠন করা হয়। সম্প্রতি মার্কিন কংগ্রেসে এ নিয়ে শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার ছিল ক্যাপিটল হিলে হামলার ঘটনা নিয়ে কংগ্রেসে চলমান শুনানির পঞ্চম দিন। এদিন তদন্ত কমিটি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সাক্ষ্য উপস্থাপন করে বলেছে, ক্যাপিটল হিলে হামলা হওয়ার আগে নির্বাচনে জালিয়াতি হওয়ার মিথ্যা দাবিকে প্রতিষ্ঠিত করার জোর প্রচেষ্টা চালিয়েছিলেন ট্রাম্প। তদন্ত কমিটির চেয়ারম্যান বেনি থম্পসন বলেন, বিচার বিভাগ শুধুই তদন্ত করুক, সেটা ট্রাম্প চাননি। খবর এএফপির।
মন্তব্য করুন