- আন্তর্জাতিক
- বন্যায় আরও ৯ মৃত্যু
বন্যায় আরও ৯ মৃত্যু

বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগ। ছবি: সমকাল
বন্যাকবলিত জেলাগুলোতে মৃত্যু বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় বন্যাজনিত কারণে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে তিন বিভাগে বন্যার কারণে এ পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুম জানিয়েছে।
গত ১৭ মে থেকে শনিবার পর্যন্ত সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে এসব মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে সিলেট বিভাগে। এ বিভাগে মৃত্যু হয়েছে ৫১ জনের। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ২৭ এবং রংপুরে চারজন মারা গেছে।
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জ জেলায়, ২৬ জন। এরপর রয়েছে সিলেট জেলা, এখানে মারা গেছে ১৮ জন। এসব জেলায় বেশি মৃত্যু হচ্ছে পানিতে ডুবে ও বজ্রপাতে। এই বিভাগগুলোতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ পর্যন্ত ডায়রিয়াজনিত কোনো মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছে সাড়ে তিন হাজারের বেশি মানুষ।
মন্তব্য করুন