- আন্তর্জাতিক
- ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন
ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাকিব নামে এক কিশোর খুন হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার রেলস্টেশন এলাকায় শুভ'র দোকানের সামনে এই ঘটনা ঘটে।
নিহত সাকিব (১৪) ফতুল্লা রেলস্টেশন এলাকার মারুফের বাড়ির ভাড়াটিয়া নাসিমা বেগমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত কয়েকজন কিশোরের সঙ্গে সাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাকিব তাদের মারধর করলে তাদের মধ্যে একজন তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নিহতের মা নাসিমা বেগম জানান, লোকমুখে খবর পেয়ে শুভ'র দোকানের সামনে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় সাকিব মাটিতে কাতরাচ্ছেন। এ সময় তার বড় ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে সাকিবকে খানপুর ৩০০শয্যা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সাকিব ও তার বড় ভাই রাকিব দুজনেই রেলস্টেশন এলাকায় সিলভার কারখানায় কাজ করেন। তার বাবা রুবেল শেখ কয়েক বছর আগে মারা যায়। এরপর বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে রাকিব ও সাকিবকে বড় করেছেন। কোনো সময় বিপথে যেতে দেননি। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চান।
ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুনিদের শনাক্তের চেষ্টা চলছে।
মন্তব্য করুন