- আন্তর্জাতিক
- নতুন ক্লাবে গিয়ে বিশ্বকাপ মিসের শঙ্কায় ডি মারিয়া
নতুন ক্লাবে গিয়ে বিশ্বকাপ মিসের শঙ্কায় ডি মারিয়া

ছবি: ফাইল
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কোথাও সফল, কোথাও ব্যর্থ হয়েছেন। পরে প্যারিসে কাটিয়েছেন সাত মৌসুম।
৩২ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে চুক্তি শেষ হয়েছে পিএসজির। দুই পক্ষ একে অপরকে বিদায় বলে দিয়েছেন। ডি মারিয়ার এখন নতুন ক্লাবে নতুন চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষা।
তাকে ফ্রি এজেন্টে কিনতে চায় জুভেন্টাস। বার্সেলোনার আগ্রহ আছে আর্জেন্টাইন তারকার প্রতি। কিন্তু নতুন ক্লাবে গিয়ে মানিয়ে নিতে না পারলে ও নিয়মিত ম্যাচ খেলার সুযোগ না পেলে বিশ্বকাপ দলে জায়গা হারাতে পারেন তিনি।
ডি মারিয়া বলেন, ‘বিশ্বকাপের চার মাস বাকি আছে। কী হবে আপনি আগে থেকে বলতে পারবেন না। আমাকে ক্লাব পরিবর্তন করতে হবে, মানিয়ে নিতে হবে, নিয়মিত খেলতে হবে এবং আত্মবিশ্বাস পেতে হবে। এগুলো অনেক পার্থক্য গড়ে দিতে পারে।’
আর্জেন্টিনার কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের নায়ক ডি মারিয়া মনে করেন, কাতার বিশ্বকাপে কেবল জায়গা পাকা লিওনেল মেসির। আর কেউ আকাশি-নীলদের হয়ে বিশ্বকাপে খেলার নিশ্চয়তা দিতে পারবেন না।
দলবদল নিয়ে বাঁ-পায়ের এই মিডফিল্ডার বলেন, ‘জুভেন্টাস ইতালির সবচেয়ে বড় ক্লাব এবং ইতালিয়ান লিগের একমাত্র ক্লাব যারা আমার প্রতি আগ্রহ দেখিয়েছে। বার্সা বিশ্বের অন্যতম সেরা ক্লাব এবং তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতাই আছে আমার। আপতত, আমি পরিবারের সঙ্গে ছুটি উপভোগ করছি।’
মন্তব্য করুন