- আন্তর্জাতিক
- শ্রীমঙ্গলে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার
শ্রীমঙ্গলে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালাপুর ইউনিয়নে হাইওয়ে রাস্তার পাশ থেকে এক ব্যক্তির পা ও গলাকাটা লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি ওই উপজেলার সিরাজনগর গ্রামের শান্তিপাড়া এলাকার মৃত বারিক মিয়ার ছেলে জামু মিয়া। শ্রীমঙ্গল থানার এসআই মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের পায়ে ও গলায় কাটার চিহ্ন রয়েছে।
মন্তব্য করুন