ভারতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শিবসেনাপ্রধান উদ্ধব ঠাকরে। সুপ্রিম কোর্ট এক আদেশে ঠাকরেকে বৃহস্পতিবারের মধ্যে আস্থা ভোটে তাঁর সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলার কয়েক মিনিট পরই তিনি পদত্যাগ করলেন।

এনডিটিভি জানায়, বুধবার রাতে ফেসবুকে ভাষণে ঠাকরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ সময় উদ্ধব বিধানসভার সদস্য পদ থেকেও তাঁর পদত্যাগের ঘোষণা দেন। এরপর পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য তিনি গভর্নরের বাসভবনে যান।

উদ্ধব ঠাকরের পদত্যাগের ফলে তৃতীয়বারের মতো এ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন বিজেপি নিতো দেবেন্দ্র ফডনবিশ। উপমুখ্যমন্ত্রী হতে পারেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ সিন্ধে।

মুখ্যমন্ত্রীর পদত্যাগের সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রের শিবসেনা, কংগ্রেস আর জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির জোট সরকার পতন হচ্ছে। উদ্ধব ঠাকরের ঘোষণার সঙ্গেই ওই রাজ্যের ক্ষমতাসীন শিবসেনার অভ্যন্তরে যে সংকট তৈরি হয়েছিল, তার একটা অধ্যায় শেষ হলো বলে মনে করা হচ্ছে।

উদ্ধব ঠাকরের দলের বিধায়কদের বড় একটি অংশ (মোট ৩৯ জন) শিবসেনার জ্যেষ্ঠ নেতা একনাথ সিন্ধের নেতৃত্বে ঠাকরের বিরুদ্ধে চলে যায়। ফলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারায় উদ্ধব ঠাকরের সরকার। ঠাকরে ও তাঁর দলের প্রতি সমর্থন নেমে এসেছিল মাত্র ১৫ জন এমএলএতে।