- আন্তর্জাতিক
- ওদেসায় রুশ হামলার পর এবার মাইকোলাইভে ভয়াবহ বিস্ফোরণ
ওদেসায় রুশ হামলার পর এবার মাইকোলাইভে ভয়াবহ বিস্ফোরণ

ক্রজ ক্ষেপণাস্ত্রর আঘাতে মাইকোলাইভে আঞ্চলিক প্রশাসনিক ভবন ধ্বংস হয়ে গেছে। ফাইল ছবি: রয়টার্স
ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওদেসায় রাশিয়ার হামলার একদিন পর এবার দেশটির শহর মাইকোলাইভে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শহরটির মেয়রের বরাতে এ তথ্য জানায় রয়টার্স।
খবরে বলা হয়, শনিবার সকালে ইউক্রেনের মাইকোলাইভ শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওদেসা বন্দরের নিকটবর্তী একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২১ জন নিহত হওয়ার খবর কর্তৃপক্ষ নিশ্চিত করার একদিন পর এ ঘটনা ঘটল।
বিস্ফোরণের আগে ওদেসার পার্শ্ববর্তী মাইকোলাইভজুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে শহরটির মেয়র আলেকজান্ডার শেনকেভিচ লেখেন, শহরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে! আপনারা নিরাপদ জায়গায় আশ্রয় নিন।
বিস্ফোরণ কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ইউক্রেনের অভিযোগ রাশিয়া বেসামরিকদের হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়েরর চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়ারমাক বলেছিলেন, একটি সন্ত্রাসী দেশ আমাদের নাগরিকদের হত্যা করছে। যুদ্ধক্ষেত্রে হেরে যাওয়ার প্রতিক্রিয়ায় তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে লড়ছে।
রাশিয়া যদিও বারবার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।
ফেব্রুয়ারিতে হামলার শুরুর পর ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি চলে গিয়েছিল রুশ সেনারা। কিন্তু কিয়েভ ও অন্য শহর নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হয়ে মার্চে নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো। এর পর দোনবাসকে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়।
এখন দোনবাসের শিল্পাঞ্চল দখলে নজর রাশিয়ার। দেশটির দাবি, ইউক্রেন সেখানে রুশভাষীদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। মস্কো এ অঞ্চলকে গুরুত্ব দেওয়ার পর থেকে বেশ সাফল্য পেয়েছে বলা যায়। সম্প্রতি গুরুত্বপূর্ণ সেভেরোদোনেৎস্ক এলাকা দখলে নিয়েছে রুশ সেনারা। তবে ইউক্রেনীয় সোনাদের প্রতিরোধের মুখে তাদের অগ্রগামীতা অত্যন্ত ধীর।
মন্তব্য করুন