সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের জন্য, মোটরযান, জাহাজ বা উড়োজাহাজসহ সব ধরনের যানবাহন ক্রয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

করোনা মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে কৃচ্ছতা সাধনের লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের পৃথক ৩টি পরিপত্রে এসব উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানে আপ্যায়ন ব্যয়, মনিহারি ব্যয়, কম্পিউটারসহ আনুষঙ্গিক ব্যয় বাবদ বরাদ্দের ৫০ শতাংশের বেশি খরচ করা যাবে না।

এ ছাড়াও সব ধরনের প্রশিক্ষণ ব্যয় বরাদ্দের ৫০ শতাংশের মধ্যে সম্পন্ন করতে হবে। আর সব ধরনের সম্মানি ভাতা বন্ধ থাকবে।

পরিপত্রে বলা হয়, সরকার গৃহীত প্রকল্পগুলোর মধ্যে যেগুলো কম অগ্রাধিকারের তালিকায় রয়েছে সেগুলোর জন্য ব্যয় আপাতত বন্ধ রাখবে সরকার।