- আন্তর্জাতিক
- 'তারকা হোটেলগুলোকে নগর কর পরিশোধ করতে হবে'
'তারকা হোটেলগুলোকে নগর কর পরিশোধ করতে হবে'

পাঁচতারকাসহ সব ধরনের হোটেল মালিককে দ্রুততম সময়ের মধ্যে নগর কর পরিশোধের তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, 'সিটি করপোরেশন আদর্শ কর তপশিল অনুযায়ী হোটেল মালিকরা নগর করের আওতাভুক্ত এবং এটি পরিশোধ করতে বাধ্য। সিটি করপোরেশনের সার্ভিস এলাকায় অবস্থিত সবাইকে এ কর পরিশোধ করতে হবে।'
গতকাল সোমবার গুলশান-২-এ ডিএনসিসি নগর ভবনে তিন, চার ও পাঁচতারকা হোটেল মালিকদের নিয়ে রাজস্ব-সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত সময়ে এই কর পরিশোধ করতে চিঠি দেওয়া হলেও তা কেউ আমলে নেয়নি। সরকার নির্ধারিত কর না দিয়ে কাউকেই ব্যবসা করতে দেওয়া হবে না। সভায় বিভিন্ন তারকা হোটেলের মালিক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
'ডেঙ্গু রোধে রিহ্যাবকেও দায়িত্ব নিতে হবে' :ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশার বিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, 'আমরা দেখেছি, সাধারণত নির্মাণাধীন ভবনগুলোতে এডিসের লার্ভা পাওয়া যায়। এ বিষয়ে রিহ্যাবকে দায়িত্ব নিতে হবে এবং সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।' সোমবার ডিএনসিসি নগর ভবনে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্তব্য করুন