শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে সিঙ্গাপুর নিয়ে যেতে একটি ব্যক্তিগত বিমান মালদ্বীপে পৌঁছেছে। কিছুক্ষণ আগে বিমানটি দেশটিতে পৌঁছায় বলে জানিয়েছে শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন।  

ডেইলি মিরর জানায়, তারা জানতে পেরেছে বিমানটি মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কিছুক্ষণের মধ্যেই গোতাবায়া বিমানটিতে করে মালদ্বীপ ছাড়তে প্রস্তুত আছেন। 

এর আগে বুধবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্ত্রী এবং দুই নিরাপত্তারক্ষীকে নিয়ে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে তিনি ওই ফ্লাইটে উঠেননি।  

বুধবার শেষ রাতের দিকে তিনি মালে থেকে সিঙ্গাপুর যেতে একটি ব্যক্তিগত বিমানের ব্যবস্থার জন্য মালদ্বীপ কর্তৃপক্ষকে অনুরোধ করেন। সিঙ্গাপুর পৌঁছার পর তিনি পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে।