- আন্তর্জাতিক
- উত্তর কোরিয়ার স্বীকৃতি পেল দোনেৎস্ক
উত্তর কোরিয়ার স্বীকৃতি পেল দোনেৎস্ক

দোনেৎস্ক অঞ্চলের নেতা ডেনিশ পুশিলিন। ছবি: তাস
দোনেৎস্ক পিপলস রিপাবলিককে (ডিপিআর) স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে উত্তর কোরিয়া।
বুধবার দোনেৎস্ক অঞ্চলের নেতা ডেনিশ পুশিলিন এ তথ্য জানান। খবর তাসের।
টেলিগ্রামে পুশিলিন লেখেন, দ্য ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া দোনেৎস্ক পিপলস রিপাবলিককে আজ স্বীকৃতি দিল। আন্তর্জাতিক পরিসরে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের অবস্থান এবং রাষ্ট্রীয়তা আরও শক্তিশালী হচ্ছে। এটি আমাদের জন্য আরও একটি কূটনৈতিক বিজয়।
‘দোনবাস অঞ্চলের মানুষের প্রতি গুরুত্বপূর্ণ সমর্থনের জন্য’ উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানান দোনেৎস্ক পিপলস রিপাবলিকের এ নেতা।
পুশিলিন বলেন, এ রাজনৈতিক সিদ্ধান্ত ভবিষ্যতে অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নের ভিত্তি তৈরি করবে। দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আমাদের কোম্পানিগুলোর জন্য তাদের বাণিজ্য সম্প্রসারণ করা সম্ভব করবে। আমি সক্রিয় ও কার্যকর সহযোগিতার জন্য অপেক্ষা করছি।
ডিপিআর-এর পররাষ্ট্রমন্ত্রী নাতালিয়া নিকোনোরোভা ১২ জুলাই বলেছিলেন, দোনেৎস্ককে স্বীকৃতি দেওয়ার বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে।
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। রাশিয়া এ দুই দেশের সঙ্গে ২২ ফেব্রুয়ারি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
এদিকে সাউথ ওশেটিয়া ডিপিআর ও এলপিআরকে ২০১৪ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। এরপর দোনেৎস্কের সঙ্গে ২০১৭ সালের মে এবং লুহানস্কের সঙ্গে ২০১৯ সালের মে মাসে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ২৫ ফেব্রুয়ারি আবখাজিয়ার প্রেসিডেন্ট আসলান বাজানিয়া দোনেৎস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দিয়ে একটি ডিক্রি সই করেছেন। এর পর ২৯ জুন সিরিয়া দোনবাসের এ দুই অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর প্রতিক্রিয়ায় দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কিয়েভ।
মন্তব্য করুন