ইউক্রেনে বিশ্বযুদ্ধ চলছে, আর সেখানে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা লড়ছে বলে মন্তব্য করেছেন সার্বিয়ার নেতা। 

বুধবার তিনি এ কথা বলেন। খবর তাসের। 

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক বলেন, ইউক্রেনের সংঘাত একটি বিশ্বযুদ্ধ। সেখানে পশ্চিমারা ইউক্রেনের সেনাদের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে লড়ছে।

পিংক টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের বুঝতে হবে আমরা একটি বিশ্বযুদ্ধের মধ্যে আছি। এখানে আঞ্চলিক বা স্থানীয় পর্যায়ের যুদ্ধের বিষয়ে আলাপ বন্ধ করতে হবে। পুরো পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে লড়ছে ইউক্রেনীয়দের মাধ্যমে। এটি বৈশ্বিক সংঘাত।

সার্বিয়ান নেতা বলেন, বলকান অঞ্চলে শান্তি রক্ষায় সার্বিয়া সব প্রচেষ্টা করবে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনের গুরুত্বপূর্ণ বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে মস্কো। এখন দোনেৎস্ক অঞ্চলে চলছে তীব্র লড়াই।