- আন্তর্জাতিক
- রুশ হামলার ঝুঁকি ‘উল্লেখযোগ্যভাবে’ কমিয়েছে ইউক্রেনের রকেট
রুশ হামলার ঝুঁকি ‘উল্লেখযোগ্যভাবে’ কমিয়েছে ইউক্রেনের রকেট

ইউক্রেনের সেনারা এম১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) থেকে রকেট ছুড়ছে। যদিও কোন স্থান থেকে ছোড়া হয়েছে এ রকেট তা জানানো হয়নি। ছবি: রয়টার্স
ইউক্রেনের রকেট হামলায় সাম্প্রতিক সময়ে ৩০-এরও অধিক রুশ সামরিক রসদ সরবরাহ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। একই সময়ে রাশিয়ার হামলার সম্ভাবনাও কমেছে উল্লেখযোগ্যভাবে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেছেন। খবর আলজাজিরার।
অলেক্সান্ডার মোতুজিয়ানিক শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্রে নির্মিত এইচআইএমএআরএস রকেট সিস্টেম রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনকে সহযোগিতা করেছে। এটি পশ্চিমাদের সরবরাহ করা দূর-পাল্লার অস্ত্রের মধ্যে অন্যতম।
জাতীয় টেলিভিশনে তিনি বলেন, শেষ কয়েক সপ্তাহে শত্রুদের ৩০টির বেশি সামরিক রসদ সরবরাহকেন্দ্র ধ্বংস করা হয়েছে। ফলে রাশিয়ার হামলার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমেছে।
রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে ২৪ ফেব্রুয়ারি। এর পর দক্ষিণ ইউক্রেনে আর্টিলারির মাধ্যমে আধিপত্য বিস্তার করে বেশ কিছু এলাকা দখলে নিয়েছে মস্কো। এ ছাড়া পূর্বাঞ্চলেও এর ব্যবহার রুশ সেনাদের ধীরে ধীরে লক্ষ্য অর্জনে সহযোগিতা করেছে। অবশেষে লুহানস্ক দখলে নেয় রাশিয়া।
কিন্তু বৃহস্পতিবার ইউক্রেনের এক শীর্ষ জেনারেল বলেন, রাশিয়া গত সপ্তাহে ইউক্রেনের ‘এক মিটার’ জায়গাও দখলে নিতে পারেনি এবং ইউক্রেনের হামলা রাশিয়ার সরবরাহ লাইনকে ব্যাহত করেছে। এ ছাড়া এসব হামলার কারণে রাশিয়াকে তার গোলাবারুদ ফ্রন্টলাইন থেকে দূরে রাখতে বাধ্য করেছে।
যদিও আলজাজিরা ইউক্রেনের কর্মকর্তাদের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
এইচআইএমএআরএস দূর পাল্লার রকেট সিস্টেম যা ইউক্রেনের সোভিয়েত আমলের আর্টিলারির চেয়ে শক্তিশালী। পুরনো অস্ত্র দিয়ে রাশিয়ার যেসব লক্ষ্যবস্তুতে আগে ইউক্রেনের সেনারা হামলা করতে পারত না এইচআইএমএআরএস এখন তাদের সে সক্ষমতা দিয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার বলেছেন, ইউক্রেন এম২৭০ মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেমের প্রথম চালান হাতে পেয়েছে।
তবে কোন দেশ তা দিয়েছে এটি তিনি পরিষ্কার করেননি।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তীব্র সমালোচনা করে আসছে রাশিয়া। একে মস্কো ন্যাটের ‘হাইব্রিড যুদ্ধের’ অংশ হিসেবে অভিহিত করছে।
মস্কোর অভিযোগ, ওয়াশিংটন এইচআইএমএআরএস ব্যবহারের জন্য ইউক্রেনকে প্রশিক্ষকও সরবরাহ করছে।
মন্তব্য করুন