- আন্তর্জাতিক
- জাতিসংঘ সমর্থিত চুক্তি সই করছে আঙ্কারা-মস্কো-কিয়েভ
জাতিসংঘ সমর্থিত চুক্তি সই করছে আঙ্কারা-মস্কো-কিয়েভ

ফাইল ছবি
ইউক্রেনের অবরুদ্ধ বন্দর হয়ে শস্য রপ্তানি শুরুর জন্য জাতিসংঘ সমর্থিত একটি চুক্তি সই করতে যাচ্ছে রাশিয়া, ইউক্রেন ও তুর্কিয়ে। শুক্রবার এ চুক্তি হতে পারে।
এক বিবৃতিতে তুর্কিয়ের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। খবর আলজাজিরার।
এতে বলা হয়, কৃষ্ণসাগর অঞ্চলে অবরুদ্ধ ইউক্রেনের বন্দর হয়ে শস্য রপ্তানি শুরু করতে জাতিসংঘের দেওয়া প্রস্তাব অনুযায়ী চুক্তি সইয়ের জন্য রাশিয়া, ইউক্রেন ও তুর্কিয়ের প্রতিনিধিরা শুক্রবার একসঙ্গে হবেন।
ওই বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঘোষণা করেছেন, তিনি বৃহস্পতিবার ইস্তান্বুলের উদ্দেশে রওনা হবে। এরপর দোলমাবাহজে প্রাসাদে এরদোগানের সঙ্গে শুক্রবার জিএমটি ১টা ৩০ মিনিটে (ঢাকার সময় ৭.৩০ মিনিট) যোগ দেবেন এ অনুষ্ঠানে।
তুর্কিয়ের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন টুইটারে লেখেন, শস্য রপ্তানি চুক্তি বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি, যা ইস্তান্বুলে প্রেসিডেন্ট এরদোগান, জাতিসংঘ মহাসচিব গুতেরেস, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের তত্ত্বাবধানে সই হতে পারে আগামীকাল।
রাশিয়া ও ইউক্রেন দুই দেশই গুরুত্বপূর্ণ গম রপ্তানিকারক দেশ। আর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে খাদ্যের মূল্য বেড়েছে।
হাতে থাকা লাখ লাখ টন শস্য যেন ইউক্রেন রপ্তানি করতে পারে সে জন্য গুতেরেস দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তার পরিকল্পনা সফল হল বিশ্বের খাদ্য সংকট কিছুটা হলেও স্বাভাবিক হবে। অন্তত ২২ মিলিয়ন টন শস্য ইউক্রেনের হাতে রয়েছে।
রাশিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে। দেশটির অভিযোগ, দোনবাসে রুশ ভাষীদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে এবং তাদের স্বাধীনতা দরকার। এর মধ্যেই ইউক্রেন থেকে কৃষ্ণসাগর হয়ে শস্য রপ্তানি বন্ধ হয়ে যায়।
মন্তব্য করুন