- আন্তর্জাতিক
- কংগ্রেসকে অবমাননায় ট্রাম্পের মিত্র স্টিভ ব্যানন দোষী সাব্যস্ত
কংগ্রেসকে অবমাননায় ট্রাম্পের মিত্র স্টিভ ব্যানন দোষী সাব্যস্ত

ছবি: এপি
কংগ্রেসকে অবমাননার দুটি অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র স্টিভ ব্যাননকে দোষী সাব্যস্ত করেছেন বিচারকরা।
৬৮ বছর বয়সি হোয়াইট হাউসের সাবেক প্রধান কৌশলবিদ ব্যানন ২০২১ সালের ৬ জানুয়ারির ঘটনার সময় ট্রাম্পের অনানুষ্ঠানিক উপদেষ্টা ছিলেন বলে জানা গেছে। খবর বিবিসির।
তাকে দুই বছর পর্যন্ত জেল এবং দুই লাখ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।
আদালতের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আমরা এখানে আজকের লড়াইয়ে হয়তো হেরে গেছি কিন্তু আমরা এ যুদ্ধ হারতে যাচ্ছি না।
২১ অক্টোবর তার সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে।
২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পেছনে এই ব্যানন ছিলেন মূল কারিগর। তিনি ছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণা প্রধান।
ট্রাম্প প্রেসিডেন্ট হলে হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ব্যানন। তবে ২০১৭ সালের আগস্টে তিনি এ পদ ছেড়ে দেন। তবে তাকে এখনো ট্রাম্পের শীর্ষ মিত্র হিসেবে বিবেচনা করা হয়।
মন্তব্য করুন