- আন্তর্জাতিক
- ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের উন্নত রকেট সিস্টেম ধ্বংসের দাবি রাশিয়ার
ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের উন্নত রকেট সিস্টেম ধ্বংসের দাবি রাশিয়ার

ছবি: রয়টার্স
ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের চারটি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। চলতি মাসে এসব রকেট সিস্টেম ধ্বংস করা হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর আলজাজিরার।
শুক্রবার এক ব্রিফিংয়ে বলা হয়, ৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে ‘চারটি রকেট লঞ্চার এবং এইচআইএমএআরএসে রকেট লোড করার একটি যানবাহন ধ্বংস করা হয়েছে।’
যদিও কিয়েভে মস্কোর এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, পশ্চিমা সহায়তা দুর্বল করার জন্য এ ‘মিথ্যা’ ছড়ানো হচ্ছে।
কিয়েভের অভিযোগ, সাম্প্রতিক সময়ে রাশিয়া ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার মাত্রা বাড়িয়েছে। এতে হাজার হাজার মানুষের মৃত্যু ও শহরের পর শহর ধ্বংস হচ্ছে। এমন শহরও হামলার শিকার হচ্ছে যেগুলো যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে অবস্থিত।
তবে মস্কো বেসামরিক অবস্থানে হামলা চালানোর কথা অস্বীকার করেছে।
সম্প্রতি নতুন ৮টি এইচআইএমএআরএস পাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছে কিয়েভ। ছয় মাসে গড়ানো এ যুদ্ধে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে পূর্ব ইউরোপের দেশটি। আধুনিক এ অস্ত্র সুনির্দিষ্ট ও দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।
রাশিয়া ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে। দেশটির অভিযোগ, দোনবাসে রুশ ভাষীদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে এবং তাদের স্বাধীনতা দরকার। পাঁচ মাস পর রাশিয়া পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু অংশ দখল করতে পেরেছে। কিন্তু কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর এখন মস্কোর দাবি, তাদের পরিকল্পনা দোনবাস নিয়ন্ত্রণে নেওয়া।
মন্তব্য করুন