চীনের কিছু প্রদেশে আগামী দশদিনের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সরকার সতর্ক করছে যে, বনে আগুন লাগতে পারে। খবর বিবিসির।

এদিকে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে চীনের বিভিন্ন বাসাবাড়িতে, অফিস ও কারখানায় শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার বেড়েছে। এতে জাতীয় বিদ্যুৎ গ্রিডে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

চীনের জরুরি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয় বলেছে, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপদে কার্যক্রম পরিচালনার বিষয়টি বড় ধরনের পরীক্ষার মধ্যে পড়তে পারে। 

জুলাইয়ে সাংহাইয়ের তাপমাত্রা ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ১৮৭৩ সালে দেশটির তাপমাত্রা রেকর্ড রাখা শুরুর পর থেকে এ নিয়ে দ্বিতীয়বার তাপমাত্রা এমন উচ্চতায় পৌঁছালো। এর আগে ২০১৭ সালে এত উচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

সাংহাইয়ে গ্রীষ্মকালে তৃতীয়বারের মতো চরম গরমজনিত সতর্কতা জারি করতে হয়েছে।