ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে জয়ী হতে চলেছেন এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়। তার প্রতিপক্ষ বিরোধীদের সমর্থিত মার্গারেট আলভা ভোটযুদ্ধে কিছুটা পিছিয়ে রয়েছেন।

নানা বিতর্ক ও জল্পনা ছাপিয়ে শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয় ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন। এদিন বুথ খোলার পরেই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে চলেছে ভোটগ্রহণ। খবর এনডিটিভির।

সংসদের দুই কক্ষের মোট ৭৮৮ জন সদস্য গোপন ব্যালটে ঠিক করবেন দেশের উপরাষ্ট্রপতির ভবিষ্যৎ। উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ৩৭১ ভোট।

সর্বশেষ ভোট গণনায় পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের ঝুলিতে পড়তে চলেছে ৫২৭ ভোট। মোট ভোটের ৭০ শতাংশ। শেষ পর্যন্ত এই সংখ্যক ভোট পেলে বিদায়ী উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর থেকেও ২ শতাংশ বেশি ভোট পেয়ে জিততে যাচ্ছেন ধনখড়। আগামী ১১ আগস্ট উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন বিজয়ী প্রার্থী।

প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করে বড় চমক দিয়েছিল এনডিএ। জনতা দল (ইউনাইটেড), ওয়াইএসআরসিপি, বিএসপি, এআইএডিএমকে ও শিবসেনার সমর্থন রয়েছে তাঁর পাশে।

অন্যদিকে কংগ্রেস, আপ, মিম, টিআরএস ও জেএমএমকের সর্মথন পেয়েছেন রাজস্থানের সাবেক রাজ্যপাল মার্গারেট আলভা। তবে এই লড়াইয়ে শেষ পর্যন্ত বিরত থাকার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস।