- আন্তর্জাতিক
- তাইওয়ানের চারপাশে সামরিক মহড়ার সমাপ্তি ঘোষণা করল চীন
তাইওয়ানের চারপাশে সামরিক মহড়ার সমাপ্তি ঘোষণা করল চীন

ছবি: এপি
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে তাইওয়ানের চারপাশে শুরু করা সামরিক মহড়ার সমাপ্তি ঘোষণা করেছে চীন।
বুধবার দেশটি নজিরবিহীন এ মহড়ার সমাপ্তি ঘোষণা করে। গত সপ্তাহে মহড়াটি শুরু হয়েছিল। খবর আনোদলুর।
পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড বলছে, তারা ‘তাইওয়ানের চারপাশে সাম্প্রতিক মহড়ায় বিভিন্ন মিশন সফলভাবে সম্পন্ন করেছে এবং সেনাদের যৌথ যুদ্ধ সক্ষমতা ‘কার্যকরভাবে পরীক্ষা করেছে।’
কমান্ড আরও জানায়, তাইওয়ান প্রণালীতে এ ধরনের যুদ্ধের প্রস্তুতিমূলক সামরিক মহড়া নিয়মিত চালানো হবে।
তাইওয়ানের বিষয়ে শ্বেতপত্র প্রকাশের কয়েক ঘণ্টা পর সামরিক মহড়া সমাপ্ত ঘোষণা করল চীন।
বেইজিং বলছে, ‘শান্তিপূর্ণ পুনর্মিলনের জন্য চীন সচেতনভাবে কাজ করবে।’
এশিয়া সফরের অংশ হিসেবে তাইওয়ান সফর করেন পেলোসি ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। যিনি ২৫ বছরের মধ্যে দ্বীপটি সফর করা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা। এতে ব্যাপক ক্ষুব্ধ হয় চীন। ঘোষণা দেয় দ্বীপটির চারপাশে সামরিক মহড়ার আয়োজনের।
তাইওয়ানকে চীন মনে করে মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে। এ সফরকে দেশটি বলছে, ‘এক চীন নীতির’ গুরুতর লঙ্ঘন।
পেলোসি তাইপে ছাড়ার পর বৃহস্পতিবার চীন সামরিক মহড়া শুরু করে। যা শেষ হওয়ার কথা ছিল রোববার। কিন্তু পরে তা বুধবার পর্যন্ত বাড়ানো হলো।
এদিকে তাইওয়ানে সফরের প্রতিক্রিয়ায় পেলোসি ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে সব ধরনের সংলাপ ও দেশটির সঙ্গে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন