থাইল্যান্ড পৌঁছেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

বৃহস্পতিবার তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে পৌঁছান। তিন প্রত্যক্ষদর্শীর বরাতে এ তথ্য জানায় রয়টার্স।

বৃহস্পতিবার সিঙ্গাপুরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছিল, গোতাবায়া সিঙ্গাপুর ত্যাগ করেছেন।

পরে সিঙ্গাপুর থেকে রাজাপাকসে ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে পৌঁছান একটি চার্টার্ড ফ্লাইটে।

তীব্র বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার এ নেতা থাইল্যান্ডে সাময়িক আশ্রয় চেয়েছেন বলে জানা গেছে।

রাজপাকসে থাইল্যান্ডে সাময়িক সময়ের জন্য অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে শ্রীলঙ্কা থেকে তিনি পালিয়ে সিঙ্গাপুর এসেছিলেন ১৪ জুলাই। এর পর তিনি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন।

থাই কর্তৃপক্ষ জানায়, সাবেক এক সামরিক কর্মকর্তা গোতাবায়া থাইল্যান্ডে সাময়িক সময়ের জন্য অবস্থান করবেন। রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়ে তার ইচ্ছে নেই।

বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা বলেন, এটি একটি মানবিক বিষয় এবং আমাদের মধ্যে একটি বিষয়ে সম্মতি রয়েছে যে, ওনার এ সফর সাময়িক সময়ের জন্য। গোতাবায়া থাইল্যান্ডে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদ্বীনই বলেন, থাইল্যান্ডে গোতাবায়ার সফরকে সমর্থন করছে শ্রীলঙ্কার সরকার। তার কূটনৈতিক পাসপোর্ট তাকে থাইল্যান্ডে ৯০ দিন থাকার অনুমোদন দেবে।

শ্রীলঙ্কা ছাড়ার পর থেকেই গোতাবায়া জনসম্মুখে উপস্থিত হননি এবং কোনো মন্তব্য করেননি। রয়টার্সও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

করোনাভাইরাসসহ নানা কারণে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট দেখা দেয়। যার কারণে দেশে রেমিট্যান্স আসা কমে যায়, বেড়ে যায় জ্বালানি-খাবারের দাম। এতে ক্ষিপ্ত হয়ে রাস্তায় নামে মানুষ। আর তীব্র বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন গোতাবায়া রাজাপাকসে।