- আন্তর্জাতিক
- ধারাভাষ্যকে বিদায় জানালেন ইয়ান চ্যাপেল
ধারাভাষ্যকে বিদায় জানালেন ইয়ান চ্যাপেল

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও অভিজ্ঞ ধারাভাষ্যকার ইয়ান চ্যাপেল। প্রায় ৪৫ বছর ধরে ধারাভাষ্যে আছেন। তবে এবার ধারাভাষ্যের ভূমিকা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ারে ৭৫টি টেস্ট খেলেছেন চ্যাপেল। ৩০টি টেস্টে দিয়েছেন নেতৃত্ব। দীর্ঘ ক্যারিয়ারে করেছেন ৫৩৪৫ রান। এরপরেইও ১৯৭৭ সালে মিডিয়া বক্সের মাইক্রোফোনটি তুলে নেন তিনি।
ক্রিকেট ছাড়ার মুহূর্তের সঙ্গে তার ব্রডকাস্টিং বক্স ছাড়ার ধরণটা প্রায় একই। ইয়ান চ্যাপেল বলেন, 'আমার মনে আছে সেদিনকার কথা। যখন মনে হয়েছে যথেষ্ট ক্রিকেট হয়েছে। ঘড়ির দিকে তাকালাম, দেখলাম এবং ওই সময় ভাবলাম আমাকে যেতে হবে।'
মন্তব্য করুন