পাকিস্তানের করাচিতে দেশটির স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ছোড়া গুলিতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। শনিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচ নারীও রয়েছেন। 

পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভি জানিয়েছে, উত্তর করাচিতে নিরাপত্তা রক্ষীরা দেশটির ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আশপাশে অনেক শিশু উপস্থিত থাকা সত্ত্বেও ফাঁকা গুলি চালিয়েছে। 

এ ছাড়া করাচির গুলসান-ই-ইকবাল ব্লক সেভেন, বাহাদুরবাদ, ইউসুফ প্লাজা, লিয়াকতাবাদ, গুলবাহার, চাকিওয়ারা, সৈনিক বাজার, নিউ টাউন, পিআইবি কলোনি এবং অন্যান্য স্থানেও একই ধরনের ফাঁকা গুলির ঘটনা ঘটে বলে খবর পাওয়ার কথা জানায় জিওটিভি। 

এদিকে করাচির ঈদগা গ্রাউন্ড এলাকা থেকে ফাঁকা গুলির ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। এ সময় তার কাছে থাকা অস্ত্রও জব্দ করেছে পুলিশ।