- আন্তর্জাতিক
- গুজরাট সরকারকে সুপ্রিম কোর্টের নোটিশ
বিলকিস বানুর ধর্ষকদের মুক্তি
গুজরাট সরকারকে সুপ্রিম কোর্টের নোটিশ

ভারতের বিলকিস বানু মামলায় গুজরাট সরকারকে নোটিশ পাঠালেন সুপ্রিম কোর্ট। বিলকিসকে দলবদ্ধ ধর্ষণ ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার অভিযোগে দোষী ব্যক্তিদের মুক্তি প্রসঙ্গে রাজ্য সরকারকে জবাব দিতে বলা হয়েছে। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার এক শুনানির সময় সুপ্রিম কোর্ট বলেন, যে ১১ জনকে মুক্তি দেওয়া হয়েছে, এ মামলায় তাঁদের যুক্ত করতে হবে। মামলার আবেদনকারীদের এ নির্দেশ দেওয়া হয়। দুই সপ্তাহ পর এ মামলার পরবর্তী শুনানি হবে।
১৫ আগস্ট স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে ১৪ বছর সাজাপ্রাপ্ত ১১ জনকে গুজরাট সরকার ক্ষমা প্রদর্শন করে মুক্তি দেয়। গুজরাটের গোধরা জেল থেকে মুক্তি পাওয়ার পর ওই অপরাধীদের ফুলের মালা পরিয়ে কপালে তিলক কেটে মিষ্টি খাইয়ে বরণ করা হয়। এ ঘটনা ভারতজুড়ে বিক্ষোভের জন্ম দেয়।
মন্তব্য করুন