- আন্তর্জাতিক
- যা আছে মুকেশ আম্বানির ছেলের দুবাইয়ের বিলাসবহুল বাড়িতে
যা আছে মুকেশ আম্বানির ছেলের দুবাইয়ের বিলাসবহুল বাড়িতে

ভারতের ধনকুবের আম্বানি পরিবার ইতিমধ্যেই বিদেশের মাটিতে একাধিক বিলাসবহুল সম্পত্তির অধিকারী। এবার এই পরিবারের সম্পত্তিতে নতুন সংযোজন হলো দুবাইয়ের বিলাসবহুল একটি বাড়ি। মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ৬৪০ কোটি রুপি দিয়ে দুবাইয়ের অন্যতম বিলাসবহুল এলাকা পাম জুমেইরাহতে বাড়িটি কিনেছেন।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, জুমেইরাহতে যেখানে অনন্ত আম্বানি বাড়ি কিনেছেন, তার পাশে রয়েছে একাধিক তারকার বাড়ি। এর মধ্যে অন্যতম ইংল্যান্ডের ফুটবলার ডেভিড বেকহ্যাম ও বলিউড বাদশা শাহরুখ খান।
অনন্ত আম্বানির সেই বিলাসহুল বাড়িতে কী কী আছে তা নিয়ে অনেকেরই আগ্রহ আছে । শোনা যাচ্ছে, সমুদ্রের ধারের এই বাড়িটি দুবাইয়ের সবচেয়ে দামি নির্মাণের মধ্যে একটি। এতে রয়েছে ১০টি শোওয়ার ঘর, একটি স্পা। বিলাসবহুল এই বাড়িতে দুইটি সুইমিং পুলও রয়েছে। তার একটি খোলা আকাশের নীচে। অন্যটি রয়েছে ইন-হাউজ চত্বরে।
আগে দুবাইয়ে বাড়ি কেনা সহজ ছিল না। সম্পত্তির মালিকানা নেওয়ার ক্ষেত্রে বিদেশিদের উপর ছিল ওই দেশের সরকারের বেশ কিছু নিষেধাজ্ঞা ছিল। তবে সেই নিষেধাজ্ঞা শিথিল হয়েছে কারও কারও ক্ষেত্রে। যে সকল ভারতীয়ের ‘গোল্ডেন ভিসা’আছে, এ বার তাদের মধ্যে দুবাইয়ে বিলাসবহুল বাড়ি কেনার প্রবণতাও বাড়ছে।
কিছুদিন আগে মুকেশ আম্বানি ইংল্যান্ডে প্রায় ৬৩০ কোটি রুপি দিয়ে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। মুকেশ-কন্যা ইশাও নিউ ইয়র্কে একটি বাড়ি কেনার পরিকল্পনা করছেন।
মন্তব্য করুন