উত্তর কোরিয়ার কাছ থেকে লাখ লাখ কামানের গোলা ও রকেট কিনছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রাশিয়ার সামরিক বাহিনী ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে- এমন খবরের মধ্যেই পিয়ংইয়ং থেকে অস্ত্র কেনার বিষয়টি সামনে এলো।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন যে সঠিক, তাঁরা সেটি নিশ্চিত করতে পারেন। উত্তর কোরিয়া থেকে রাশিয়া অতিরিক্ত সামরিক সরঞ্জাম ক্রয় করছে বলেও ধারণা করা হচ্ছে। প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে এক কর্মকর্তা ই-মেইলে বলেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে লাখো রকেট ও কামানের গোলা ক্রয়ের প্রক্রিয়ায় রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই অস্ত্র কেনা অর্থ হলো, রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে অব্যাহতভাবে মারাত্মক অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ স্বল্পতায় ভুগছে।

এদিকে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে প্রতিবেদন দিতে যাচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। গোলাবর্ষণে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার কেন্দ্রটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার একদিন পর মঙ্গলবার এ প্রতিবেদন দিতে যাচ্ছে বিশ্বজুড়ে পারমাণবিক কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা জাতিসংঘের প্রতিষ্ঠানটি। কেন্দ্রটিতে গোলাবর্ষণে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে- এমন আশঙ্কার মধ্যেই তাদের প্রতিবেদন প্রস্তুত করেছে আইএইএ।

ইউরোপের সবচেয়ে বড় এ পারমাণবিক কেন্দ্রের কাছে গোলা ছুড়ে তেজস্ট্ক্রিয় বিপর্যয়ের শঙ্কা বাড়ানোর জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দায় দিচ্ছে। সোমবার কেন্দ্রটির বৈদ্যুতিক লাইনে বিঘ্ন ঘটেছে এবং এর একমাত্র সচল চুল্লিটি অফলাইনে চলে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে ৫০ রুশ সেনা হত্যার দাবি করেছে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা উচিত নয় বলে জানান। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। খবর আলজাজিরা ও নিউইয়র্ক টাইমসের।