- আন্তর্জাতিক
- কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ১১
কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ১১

ছবি: এএনআই
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সাওজিয়ান এলাকায় একটি মিনিবাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
বুধবার এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মান্ডির তহশিলদার শেহজাদ লতিফ জানিয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এই খবর দিয়েছে।
Jammu & Kashmir | A mini-bus accident occurred in the Sawjian area of Poonch. Army's rescue operation is underway; 9 deaths reported, many injured shifted to a hospital in Mandi. Further details awaited: Mandi Tehsildar Shehzad Latif pic.twitter.com/NMFhtuK5lj
— ANI (@ANI) September 14, 2022
এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মিনিবাসটি সাওজিয়ান থেকে মান্ডিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
মন্তব্য করুন