পাকিস্তান সেনাবাহিনী ও আফগান তালেবান মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর এএনআইর।

সাউথ এশিয়া প্রেসের প্রতিবেদনে বলা হয়, মাদক ব্যবসার ক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে অশুভ যোগসাজশ আছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মাদক ব্যবসার সম্মিলন সম্ভব হয়েছে পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইর সহায়তার কারণে।

ন্যাটোর প্রতিবেদনটির মূল লক্ষ্য হলো, আফগানিস্তান ও পাকিস্তান থেকে উদ্ভূত মাদক ব্যবসা প্রসারের বিষয়টি বিশ্লেষণ করা; মাদক পাচার ও সন্ত্রাসবাদের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করা। অবৈধ মাদক ব্যবসা আফগানিস্তান ও পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীগুলোর অর্থের একটি প্রধান উৎস হয়ে উঠেছে।

প্রতিবেদক ডেভিড আর উইনস্টনের মতে, তালেবান দীর্ঘদিন ধরে মাদককে তাদের আয়ের প্রধান উৎস হিসেবে ব্যবহার করে আসছে। পপি চাষ না থাকলে তারা হয়তো কখনোই বড় সংগঠন হয়ে উঠতে পারত না। যার ফলে তারা আশরাফ ঘানির সরকার উৎখাতে সক্ষম হয়েছে। গত বছরের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যায়। এর ফলে গোষ্ঠীটি আফগানিস্তানে আফিম চাষের ওপর নিয়ন্ত্রণ অর্জন করেছে বলে প্রতিবেদনে বলা হয়।