- আন্তর্জাতিক
- গুজব উড়িয়ে প্রকাশ্যে জিনপিং
গুজব উড়িয়ে প্রকাশ্যে জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ের একটি প্রদর্শনীতে উপস্থিত হয়ে তাঁর বিরুদ্ধে সেনা অভ্যুত্থান ও তাঁকে গৃহবন্দি করার গুজব উড়িয়ে দিয়েছেন। উজবেকিস্তান থেকে দেশে ফেরার দুই সপ্তাহ পর মঙ্গলবার তিনি প্রকাশ্যে এলেন। খবর আলজাজিরার।
সেপ্টেম্বরের মাঝামাঝি তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ নেতাদের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সমরকন্দে গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। এর মধ্যেই বেইজিংয়ের রাস্তায় সামরিক বাহিনীর বড় গাড়িবহরের সূত্রবিহীন ভিডিও এবং বহু ফ্লাইট বাতিলের খবরকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে সেনা অভ্যুত্থান এবং তাঁকে গৃহবন্দি করে রাখার ভিত্তিহীন গুঞ্জন ডালপালা মেলে।
স্থবির অর্থনীতি, করোনা মহামারি, বিরল জনবিক্ষোভ, পশ্চিমের সঙ্গে টানাপোড়েন পোক্ত হওয়া এবং তাইওয়ান ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও জিনপিং অক্টোবর চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিসিপি) কংগ্রেসে তাঁর তৃতীয় মেয়াদে শীর্ষ নেতৃত্ব পাওয়ার পথ পরিস্কার করেই রেখেছেন।
আগামী মাসে চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হবে। পাঁচ বছর পরপর এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে পার্টির নেতা নির্বাচন করা হয়। আসন্ন কংগ্রেসে শি জিনপিং টানা তৃতীয়বার দলের নেতা নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন