- আন্তর্জাতিক
- আমিরাতকে উড়িয়ে বাংলাদেশকে শাসাল ভারত
আমিরাতকে উড়িয়ে বাংলাদেশকে শাসাল ভারত

ছবি: বিসিসিআই
এশিয়া কাপ ক্রিকেটে সর্বশেষ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। কিন্তু ঘরের মাঠে পাকিস্তানের কাছে বাজেভাবে হেরেছে তারা। পরদিন ভারত উড়িয়ে দিয়েছে আমিরাতকে। বুঝিয়ে দিয়েছেন আসরের ফেবারিট তারা।
সিলেটে আমিরাতকে ১০৪ রানে হারিয়ে যেন বাংলাদেশের শাসাল ভারতের মেয়েরা। বুঝিয়ে দিল ছয়বারের চ্যাম্পিয়ন তারা। মুখোমুখি লড়াইয়ে ভারত ছেড়ে দেবে না বাংলাদেশের মেয়েদের।
মঙ্গলবার সিলেটে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৮ রান করে ভারত। দলটির হয়ে সর্বোচ্চ অপরাজিত ৭৫ রান তোলেন জেমিমাহ। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান আসে দীপ্তি শর্মার ব্যাট থেকে। জবাবে আমিরাত ৭৪ রানে গুটিয়ে যায়।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার মালয়েশিয়ার বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ ফেবারিট। শুক্রবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের মেয়েরা। পরদিনই বাংলাদেশ ও ভারতের মেয়েদের ম্যাচ।
মন্তব্য করুন