নিজেরা বিলাসবহুল জীবন যাপন করলেও চরম অর্থনৈতিক সংকটের দিকে জাতিকে ঠেলে দেওয়ার অভিযোগে এবার মামলা হচ্ছে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও তাঁর ভাই সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে। এ দু'জন ছাড়াও অভিযুক্তের তালিকায় রয়েছেন সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক দুই গভর্নর, সাবেক মন্ত্রিসভার কয়েকজন সদস্য, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ মোট ৩৯ জন। তাঁদের বিরুদ্ধে গতকাল শুক্রবার মামলার অনুমতি দিয়েছেন দেশটির শীর্ষ আদালত। খবর রয়টার্সের।

সম্প্রতি তাঁদের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে মামলার আবেদন করে মানবাধিকার সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। দেশ পরিচালনায় অব্যবস্থাপনা এবং এর ফলে সৃষ্ট ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য তাঁদের অভিযুক্ত করা হয়। শুক্রবার সংস্থাটির আবেদনের ওপর শুনানি হয় সর্বোচ্চ আদালতে। এ সময় দেশটির প্রধান বিচারপতি জয়ন্থা জয়াসুরিয়া এজলাসে উপস্থিত ছিলেন। শুনানি শেষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে মামলার অনুমতি দিয়ে কার্যক্রম শুরুর আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির একটি বেঞ্চ।