- আন্তর্জাতিক
- ৯ জনকে মেরে ফেলা বাঘটিকে হত্যা করল পুলিশ
৯ জনকে মেরে ফেলা বাঘটিকে হত্যা করল পুলিশ

ফাইল ছবি
ভারতের বিহার রাজ্যের চামপরাণ জেলার অন্তত নয়জনকে মেরে ফেলা সেই বাঘটিকে হত্যা করেছে পুলিশ। বাঘটিকে ‘চামপরাণের নরখাদক’ নামে ডাকা হতো।
গত শনিবার বাঘটিকে গুলি করে হত্যা করা হয়। খবর বিবিসির।
জানা যায়, বিহারের বাল্মীকি বাঘ অভয়ারণ্যের আশপাশের বাসিন্দাদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল বাঘটি। সেটিকে হত্যা করতে প্রায় ২০০ পুলিশ সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তারা মাঠে নামেন। বাঘটিকে খুঁজে বের করতে কাজে লাগানো হয়েছে হাতিও।
নরখাদক পরিচিতি পাওয়া পুরুষ বাঘটির বয়স তিন বছর। বিহারের বাল্মীকি বাঘ অভয়ারণ্যের পরিচালক নেসামানি কে বলেন, বাঘটি এক নারী ও তাঁর শিশুসন্তানকে হত্যা করেছে—এমন খবর পাওয়ার পরপরই শনিবার সেটিকে খুঁজতে নামা হয়। এ অভিযানে নেতৃত্ব দিয়েছে বিহার পুলিশ।
অঞ্চলটির প্রধান বন্য প্রাণী রক্ষক কুমার গুপ্ত বলেন, বাঘটি হত্যা করতে বেশ বেগ পেতে হয়েছে। কয়েকবার সেটিকে অজ্ঞান করার চেষ্টা করা হয়েছিল। তবে তা সফল হয়নি। বাঘটি ঘিরে ফেলার পরও সেটির মধ্যে কোনো ভয় দেখা যায়নি।
ঘটনার বর্ণনা দিয়ে এই কর্মকর্তা আরও বলেন, দুটি হাতিতে করে দুটি দল জঙ্গলের ভেতরে প্রবেশ করে। অপর একটি দল বাইরে নির্দিষ্ট একটি স্থানে ছিল। ধারণা করা হচ্ছিল, তাড়া খেয়ে সেখান থেকেই বাঘটি বের হবে। পরে বেলা সোয়া তিনটায় বাঘটিকে গুলি করা হয়।
বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশের বেশি রয়েছে ভারতে। ২০১৯ সালে দেশটির সরকারের দেওয়া তথ্য বলছে, প্রতিবছর ভারতে বাঘের আক্রমণে ৪০ থেকে ৫০ জনের মৃত্যু হয়।
মন্তব্য করুন