- আন্তর্জাতিক
- স্বাধীনতা-গণতন্ত্রের বিষয়ে কোনো ছাড় নয়
চীনকে তাইওয়ান
স্বাধীনতা-গণতন্ত্রের বিষয়ে কোনো ছাড় নয়

জাতীয় দিবসে বক্তব্য দেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন - রয়টার্স
তাইওয়ানের জনগণ কখনও তাদের গণতান্ত্রিক জীবনযাপন ত্যাগ করবে না বলে বেইজিংকে সতর্ক করেছেন স্বশাসিত দ্বীপ অঞ্চলটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। এ সময় তিনি স্বাধীনতা ও গণতন্ত্রের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন।
সোমবার জাতীয় দিবসের বক্তৃতায় তিনি তাইওয়ান ইস্যুতে চীনের নেওয়া পদক্ষেপের সঙ্গে রাশিয়ার ইউক্রেন অভিযানের তুলনা করেন। খবর রয়টার্সের।
ওয়েন তাঁর ভাষণে বলেন, তাইওয়ানের প্রায় আড়াই কোটি মানুষ প্রতিনিয়ত চীনের কমিউনিস্ট পার্টির অভিযানের হুমকির মধ্যে রয়েছে। ইউক্রেনে রুশ অভিযানের পর এ ভয় আরও বেড়েছে। মানুষ এখন আশঙ্কায় থাকে যে চীনও রাশিয়ার মতো করে তাইওয়ানে অভিযান চালাতে পারে।
ওয়েন বেইজিংয়ের এক দিনে তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, সেনা সম্প্রসারণ অবাধ ও গণতান্ত্রিক বিশ্বব্যবস্থার জন্য যে চ্যালেঞ্জ তৈরি করেছে, তা আমরা একেবারেই উপেক্ষা করতে পারি না। চীনের সেনা সম্প্রসারণ তাইওয়ানের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।
মন্তব্য করুন