- আন্তর্জাতিক
- পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর
পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

প্রতীকী ছবি
কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্বজালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- দুবাই প্রবাসী আব্দুর রহিমের ছেলে আবু জায়েদ (৭) ও আবু রশিদের মেয়ে ইসফা জন্নাত (৪)। তারা দুইজন আপন চাচাতো-জেঠাতো ভাইবোন।
প্রতিবেশী আমিনুর রশিদ বলেন, বিকেলে বাড়ির নিজ পুকুরে কাপড় পরিষ্কার যায় শিশু দুটির দাদী। এসময় দাদীর পেছনে পেছনে ছুটে যায় আবু জায়েদ ও তাসফিয়া। দাদী কাপড় ধুয়ে বাড়িতে চলে আসে। পরবর্তীতে তাদের দেখতে না পেয়ে দু'জনকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুর থেকে তাদের দুই জনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন