ইউক্রেনে রুশ আক্রমণ দীর্ঘ সময়ের জন্য ভালো বলে মন্তব্য করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। কল্যাণকর দিক বিবেচনা করেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কে সাড়া জাগানো এ মন্তব্যটি করেন তিনি। খবর ব্লেজ মিডিয়ার।

এ ব্যাপারে বিলের যুক্তি, এ যুদ্ধ ইউরোপীয় দেশগুলোকে পুনর্বিকীরণযোগ্য সবুজ শক্তি গ্রহণ করতে বাধ্য করবে। চলতি সপ্তাহে সিএনবিসির টকশো 'দ্য এপচেঞ্জ'-এ অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সবুজ শক্তির বিকল্প, পরিবেশ, সমাজ ও শাসন (ইএসজি) নিয়ে আলোচনা করেন।
ইএসজির পরিবেশগত দিক সম্পর্কে বিল গেটস বলেন, এটি নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু পরিমাপেরও সুযোগ রয়েছে। এটি এমন হওয়া উচিত যেখানে মানুষ কোনো কোম্পানিতে বিনিয়োগের সময় পরিবেশগত দিকগুলো দেখে, শুনে, বুঝে নেয়।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা চান বিশ্বে সবুজ শক্তিতে রূপান্তর ঘটাতে এবং সে সময়টি এখনই। ইউক্রেনে রুশ আগ্রাসন সবুজ শক্তিতে রূপান্তরের ক্ষেত্রে একটি বিপত্তি সৃষ্টি করেছে। কারণ, ইউরোপীয় দেশগুলো রাশিয়া থেকে অনুমোদিত জীবাশ্ম জ্বালানি প্রতিস্থাপনের চেষ্টা করছে।