- আন্তর্জাতিক
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে সুনাক, 'প্রস্তুত' জনসনও
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে সুনাক, 'প্রস্তুত' জনসনও

ব্রিটিশ পার্লামেন্টে বরিস জনসনের (বাঁয়ে) সঙ্গে ঋষি সুনাক - ফাইল ছবি ছবি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও শাসক দল কনজারভেটিভ পার্টির নেতা হবার দৌড়ে যোগ দিতে প্রয়োজনীয় একশ এমপির সমর্থন পাওয়ার প্রায় কাছাকাছি পৌঁছেছেন ঋষি সুনাক। তবে তার প্রচার দলের একটি সূত্র দাবি করছে, সমর্থকদের সংখ্যা ইতোমধ্যেই একশ হয়ে গেছে।
অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এই দৌড়ে দ্বিতীয় স্থানে আছেন এবং লিজ ট্রাসের উত্তরসূরি হওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে তিনিও প্রস্তুত হচ্ছেন।
ক্যারিবিয়ান দ্বীপে অবকাশ কাটাতে যাওয়া বরিস জনসনের আজই লন্ডনে ফিরে আসার কথা।
তবে প্রথম ঘোষণা দিয়ে নেতৃত্বের প্রতিযোগিতায় সামিল হয়েছিলেন পেনি মর্ডান্ট। তবে তিনি এ পর্যন্ত একুশ জনের সমর্থন জোগাড় করতে পেরেছেন।
তবে ঋষি সুনাক বা বরিস জনসন-কেউই আনুষ্ঠানিক প্রচার শুরু করেননি। অবশ্য সেজন্য তাদের প্রতি সমর্থন ঘোষণাও থেমে নেই।
বরিস জনসনের ফ্লাইটে থাকা বিবিসির একজন সংবাদদাতা বলছেন, কিছু যাত্রী জনসনের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করলেও তার নিরাপত্তা দলের সদস্যরা তা হতে দেয়নি। তিনি লন্ডনে নামার পর কোন বিবৃতি দেন কি-না সেদিকেই অনেক এমপি তাকিয়ে আছেন।
এদিকে ঋসি সুনাকের প্রচার দলের সূত্র জানিয়েছে, ব্যালট পেপারে নিজের নাম ওঠাতে প্রয়োজনীয় একশ এমপির সমর্থন ইতোমধ্যেই তারা যোগাড় করতে সমর্থ হয়েছেন। সুনাক দলের বেশ কিছু সিনিয়র নেতার সমর্থন পেয়েছেন। এর মধ্যে আছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ, নিরাপত্তা মন্ত্রী টম টুগেনডাট ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ বলেছেন, এটা যথেষ্ট পরিষ্কার যে আমাদের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় যা দরকার সেটি ঋষি সুনাকের আছে। দলকে নেতৃত্ব দেওয়া ও দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনিই সঠিক ব্যক্তি।
অবকাশে থেকেই বরিস জনসন দলের এমপিদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের কাছে অঙ্গীকার করেছেন যে তিনি সরকার পরিচালনায় আরও অংশগ্রহণমূলক স্টাইল গ্রহণ করবেন এবং ডাউনিং স্ট্রিট পরিচালনায় আরও শৃঙ্খলা আনবেন।
অন্যদিকে ঋষি সুনাক সমর্থক ক্রেইগ উইলিয়ামস বলেছেন কয়েক ঘণ্টা বা দিনের মধ্যেই নেতৃত্বের লড়াইয়ে নামার ঘোষণা দেবেন। এটা পরিষ্কার যে একশর বেশি সহকর্মী তাদের সংসদীয় সমর্থন দিয়েছেন। আর মিস মর্ডান্ট বলেছেন সহকর্মীরাই তাকে উৎসাহিত করেছে প্রধানমন্ত্রীত্বের দৌড়ে সামিল হতে।
যারা প্রধানমন্ত্রীত্বের দৌড়ে সামিল হতে চান সোমবার দুপুরের মধ্যেই প্রত্যেককে একশ এমপির সমর্থন নিশ্চিত করতে হবে। তিন জন হয়ে গেলে ওইদিনই ভোট দিয়ে একজনকে বাদ দেবেন দলীয় এমপিরা।
শুক্রবারের মধ্যে নতুন নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে কনজারভেটিভ পার্টিকে। সূত্র: বিবিসি
মন্তব্য করুন