পাকিস্তানের গুপ্তচরপ্রধান লেফটেনেন্ট জেনারেল নাদিম আনজুম অভিযোগ করেছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সরকারের জন্য সামরিক বাহিনীর কাছে ‘অবৈধ ও অসাংবিধানিক’ সুবিধা চেয়েছিলেন।

বৃহস্পতিবার বিরল এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইন্টার-সার্ভিস ইন্টিলিজেন্সের (আইএসআই) প্রধানরা সাধারণত একটু আড়ালেই থাকেন, সংবাদ সম্মেলন তো দূর জনসমক্ষেই তাদের খুব একটা দেখা যায় না।

সাম্প্রতিক সময়ে তেহরিক-ই-ইনসাফ প্রধানের সমালোচনার মাত্রা আরও বাড়ছিল। এরই প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর ভেতরেও প্রভাবশালী আইএসআইয়ের প্রধান নাদিম আনজুম সংবাদ সম্মেলনে আসেন।

তিনি বলেন, 'ইমরান খানের সমালোচনার কারণ হচ্ছে সামরিক বাহিনী ও এর প্রধান অবৈধ এবং অসাংবিধানিক কাজ করতে রাজি হননি।'

তবে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের এক নেতা আসাদ উমর পরে আইএসআই প্রধানের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, সামরিক বাহিনীর কাছে কোনো ধরনের অবৈধ সুবিধা চাওয়া হয়নি। 

সামরিক বাহিনীকে পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান বিবেচনা করা হয়। স্বাধীনতা লাভের পর দেশটি যে সাড়ে সাত দশক পার করেছে, তার তিন দশকেরও বেশি সময় তাদেরকে সামরিক শাসনেই থাকতে হয়েছে। ২০১৮ সালে ইমরানকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রেও সামরিক বাহিনীরও ভূমিকা ছিল বলে মত অনেক বিশ্লেষকের। তবে শেষ পর্যন্ত তাতে ফাটল ধরে।