- আন্তর্জাতিক
- দক্ষিণ কোরিয়ায় পদদলিত হয়ে নিহত বেড়ে ১৫৩
দক্ষিণ কোরিয়ায় পদদলিত হয়ে নিহত বেড়ে ১৫৩

হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোইন উৎসব চলাকালে প্রচণ্ড ভিড়ে পদদলিতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮২ জন। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ইয়ংসান জেলা অগ্নি নির্বাপন বিভাগের প্রধান চৈ সং-বিওম।
তিনি জানান, নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। তারা ইরান, উজবেকিস্তান, চীন ও নরওয়ের নাগরিক। নিহতদের মধ্যে বেশিরভাগ কিশোর বা ২০ বছরের মধ্যে।
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ জানিয়েছে, নিহতদের মধ্যে ৯৭ জন নারী ও ৫৪ জন পুরুষ। তবে তাদের মধ্যে কোনো শিশু রয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী সিউলের ইতাওয়ানে এ ঘটনা ঘটে। কী কারণে এই হুড়োহুড়ি ও পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ ঘটনার পর জরুরি বৈঠক ডেকেছেন। কীভাবে এ ঘটনা ঘটেছে, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এক প্রতিবেদনে বিবিসি জানায়, বিপুল সংখ্যক উদ্ধারকর্মী ঘটনাস্থল থেকে একের পর এক মরদেহ অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছে। ১৪২টি দমকল ইঞ্জিন ও অন্যান্য উদ্ধারকারী যান উদ্ধার অভিযান চালাচ্ছে।
করোনা মহামারি পর এবারই প্রথমবারের মতো মাস্ক ছাড়া উন্মুক্ত স্থানে হ্যালোইন উৎসবের আয়োজন করা হয় সিউলে। হ্যালোইন উদযাপন উপলক্ষে একটি জনপ্রিয় নৈশকেন্দ্র এলাকায় লক্ষ মানুষ জমায়েত হন। সন্ধ্যার আগে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিড়কে অনিরাপদ উল্লেখ করে পোস্ট করেছিলেন।
এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছিল, সিউলে হ্যালোইন চলাকালে প্রচণ্ড ভিড়ের মধ্যে কয়েক ডজন মানুষ একযোগে হার্ট অ্যাটাক করেন। অনেকে শ্বাসকষ্ট বোধ করছেন।
মন্তব্য করুন