- আন্তর্জাতিক
- ইউক্রেন থেকে শস্য রপ্তানি চুক্তি স্থগিত করছে রাশিয়া
নৌবহরে হামলা
ইউক্রেন থেকে শস্য রপ্তানি চুক্তি স্থগিত করছে রাশিয়া

কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে শস্য রপ্তানি নিয়ে ইউক্রেনের সঙ্গে হওয়া চুক্তি অবিলম্বে স্থগিত করা হচ্ছে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। গত শনিবার কৃষ্ণ সাগরে ক্রিমিয়া উপকূলের সেভাস্তোপোলে রুশ নৌবহরের জাহাজগুলোতে ইউক্রেনের চালকবিহীন বিমান (ড্রোন) হামলার কারণে শস্য রপ্তানি চুক্তি স্থগিত করা হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়।
যুক্তরাজ্যের সহায়তায় ইউক্রেন ওই সন্ত্রাসী হামলা চালিয়েছে বলেও রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় অভিযোগ করেছে। এতে শস্য রপ্তানিতে নিয়োজিত জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। খবর সিএনএনের।
তবে ইউক্রেন এ হামলা চালানোর কথা অস্বীকার করে বলেছে, রাশিয়া তাদের নিজেদের অস্ত্র সাবধানে ব্যবহার করতে পারেনি।
গত জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য রপ্তানি চুক্তি সই করে ইউক্রেইন ও রাশিয়া। এরপর ইউক্রেইন থেকে ৯০ লাখ টন গম, সূর্যমুখী পণ্যসহ ভোজ্য তেল রপ্তানি করা হয়েছিল।
এ চুক্তির আওতায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে রপ্তানির জন্য আটকা পড়ে থাকা শস্য প্রথম রপ্তানি করা শুরু হয় এবং বিশ্বজুড়ে খাদ্যশস্যের দাম কমে আসে। এখন রাশিয়া সেই চুক্তি স্থগিতের ঘোষণা দেওয়ায় বিশ্বে ইউক্রেনের শস্য রপ্তানির এই প্রক্রিয়া ব্যাহত হওয়ার মুখে পড়ল।
মন্তব্য করুন