পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। ইমরান তাঁকে বলেছেন, চলুন একসঙ্গে সেনাপ্রধান নিয়োগ দিই। 

তবে তিনি ইমরানের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন। এক মাস আগে এক ব্যবসায়ী বন্ধুর মাধ্যমে ইমরান এ প্রস্তাব পাঠান বলে জানান শাহবাজ। খবর জিও নিউজের।

শনিবার লাহোরে ব্লগারদের সঙ্গে বৈঠক করেন শাহবাজ। এ সময় দেওয়া বক্তব্যে তিনি বলেন, পিটিআইপ্রধান ইমরান আলোচনার মধ্য দিয়ে দুটি বিষয় সমাধানের প্রস্তাব দিয়েছেন। প্রথমটি হলো সেনাপ্রধানের নিয়োগ ও দ্বিতীয়টি হলো আগাম নির্বাচনের আয়োজন। আগামী ২৯ নভেম্বর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার (৬১) বর্ধিত মেয়াদ শেষ হবে।

শাহবাজ বলেন, পরবর্তী সেনাপ্রধান নিয়োগে ইমরান তাঁর কাছে তিনটি নাম পাঠানোর প্রস্তাব দিয়েছেন এবং তাঁকেও (শাহবাজ) তিনটি নাম সুপারিশ করতে বলেছেন। তবে তিনি বলেছেন এটি সাংবিধানিক একটি দায়িত্ব যা প্রধানমন্ত্রীকে সম্পাদন করতে হয়।