প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রয়াত পিতা মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি সিনিয়রের অবদানের স্বীকৃতিস্বরূপ 'ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার' পদক তুলে দেন। প্রয়াত সিনেটরের ছেলে টেড কেনেডি জুনিয়রের হাতে পদকটি তুলে দেওয়া হয়।

সোমবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে টেড কেনেডি জুনিয়র ও তাঁর পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে যোগদানকালে এই পদক তুলে দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এ কথা জানান। খবর বাসসের।

রোববার কেনেডি জুনিয়র, তাঁর পত্নী ক্যাথরিন কেনেডি ও তাঁদের দুই সন্তান প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী প্রয়াত সিনেটর এডওয়ার্ড এম কেনেডির সমর্থন ও অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।